ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

‘পুঁজিবাজারে ১৯৯৬ ও ২০১০ সালের পুনরাবৃত্তি আর হবে না’

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 20, 2021 - 9:39 pm
  • পঠিত হয়েছে: 230 বার

নবোদয় প্রতিবেদক : পুঁজিবাজারে আর ১৯৯৬ এবং ২০১০ সালের পুনরাবৃত্তি হবে না বলে দাবি করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের দায়িত্বশীলরা। একইসঙ্গে প্রতিষ্ঠানটির আইটি বিভাগের দুর্বলতার কথাও বলেন তারা।

আজ বুধবার রাজধানীর খিলখেতের নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জের নিজ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক রকিবুর রহমান, শাকিল রিজভী, শাহজাহান, মুনতাকিম আশরাফ, নাসরিন সুলতানা প্রমুখ।

এ সময় সভায় ডিএসইর চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠায় অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিসেম্বর থেকে পুঁজিবাজারে তার সুবাতাস বইছে।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের আইটি বিভাগে অনেক দুর্বলতা আছে। এরপরও ১৯৯৬ ও ২০১০ সালের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। এখন সার্ভিলেন্স অনেক শক্তিশালী বলেও দাবি করেন তিনি।