ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আমেরিকায় গণতন্ত্রেরই জয় হলো

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 21, 2021 - 11:29 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি : নানা নাটকীয়তা, শঙ্কা, উত্তেজনার পর শেষ পর্যন্ত গণতন্ত্রের জয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে  শপথ নিলেন জো বাইডেন।

আজ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মার্কিন সময় সকালে এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালিত হয়।

ক্যাপিটাল হিলে অনুষ্ঠিত এই শপথ গ্রহণের অনুষ্ঠানে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দলের সিনেটর সহ সাবেক প্রেসিডেন্টরাও উপস্থিত ছিলেন। সাবেক প্রেসিডেন্টদের মধ্যে জর্জ ডাব্লিউ বুশ এবং তার স্ত্রী লরা বুশ, বিল ক্লিনটন এবং তার স্ত্রী হিলারি ক্লিনটন, বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামা সহ আরো বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ওয়াশিংটন জুড়ে লকডাউনের মধ্যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল মার্কিন ইতিহাসের সবথেকে ব্যতিক্রমী একটি শপথ গ্রহণ।

শপথ গ্রহণের আগে ২য় ক্যাথলিক প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন চার্চে গিয়ে প্রার্থনা করেন এবং সেখান থেকে তিনি ক্যাপিটাল হিলে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন। জো বাইডেন এবং কমলা হ্যারিসের শপথ গ্রহণের অনুষ্ঠানে এবার ব্যতিক্রম ঘটনা ঘটেছে। সেটি হলো বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণে উপস্থিত ছিলেন না।

তিনি আজই হোয়াইট হাউজ ছেড়ে ফ্লোরিডায় চলে গেছেন। তবে বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে ট্রাম্পের উত্তেজনাময় ৪ বছরের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।