ট্রাফিক পুলিশকে হামলাকারী বখাটে বেলাল গ্রেপ্তার
জিয়াউল কবীর, রাজশাহী ব্যুরো : ট্রাফিক সার্জেন্ট বিপুলকে হামলাকারী বখাটে বেলাল গভীর রাতে নাটোরে আটক হয়েছে। মঙ্গলবার বেলা ১ টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বিলসিমলা সিটি বাইপাস মোড়ের ঘোড়া চত্বরে সরকারি দায়িত্ব পালনকালে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত বেলাল আরএমপি ট্রাফিক পুলিশের সার্জেন্ট বিপুল কিশোর ভ্ট্টাচার্য এর উপর হামলা করে।
এতে তার হাত ভেঙ্গে গুরুতর আহত হয়। বেলাল মোটর সাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আহত ট্রাফিক সার্জেন্টকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই আরএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় আহত সার্জেন্টকে রামেক হাসপাতালে দেখতে গিয়ে ঘটনার সঙ্গে জড়িতকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় বিষয়টি নিয়ে মামলা রুজু হয়। মামলার পরপরই মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে আসামীকে গ্রেফতারে রাজপাড়া থানা ও আরএমপির অন্যন্য ইউনিট সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা পুলিশের সহায়তায় আসামী বেলাল হোসেন (২৫), পিতা-মৃত সামসুল হক রাজশাহীর লক্ষীপুর ভাটাপাড়ার ১৫৮ নং বাসা তার ঠিকানা।
রাজপাড়া থানা মহানগর রাজশাহীকে অদ্য ২১/০১/২০২১ খ্রিঃ রাত্রী অনুমান ১২.৫০ ঘটিকায় নাটোর শহরের মাদ্রাসা মোড়ে ন্যাশনাল ট্রাভেলস বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শুরু হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।