ধুনট পৌর নির্বাচনে আচরণ বিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া প্রতিনিধিঃ আগামী ৩০ জানুয়ারি ধুনট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিস সকল প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন। উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। সভায় প্রার্থীরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন নির্বাচন অবাদ সুষ্ঠ ভাবে গ্রহনে তার থানা প্রশাসন সদা প্রস্তুত। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সন্জয় কুমার মহন্ত, একটি সকলের গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে, ধুনট উপজেলা প্রশাসন সকল প্রকার সাহায্য সহযোগিতা করার দৃঢ়তা ব্যাক্ত করেন।