আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, স ম সেলিম রেজা মিলন,দীপঙ্কর কুমার সরকার, আব্দুল আলিম মোল্লা,হারুন চৌধুরী ও উপজেলা পরিষদের সিএ নাজমুল হুদা।
সভায় সরকারি রাস্তার পাশে যে সমস্ত মৎস্য ঘের রয়েছে সেই সকল মৎস্য ঘের মালিকদের বিকল্প বাঁধ মৎস্য ঘের করতে হবে। যদি কোন মৎস্য ঘের মালিক এই সিদ্ধান্ত অমান্য করে মৎস্য ঘের পরিচালনা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।