পুলিশ প্রশাসনে বিসিএস ক্যাডার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধিঃ পুলিশ সুপার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি/পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, নরসিংদীর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে যশোর জেলা পুলিশ সুপার, যশোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এবং গাজীপুর জেলা পুলিশ সুপার হিসেবে বদলির আদেশাধীন শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে নরসিংদী জেলা পুলিশ সুপার হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।
এর আগে গত বছরের ৯ ডিসেম্বর জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে কাজী আশরাফুল আজীমকে শেরপুর জেলা পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল, যা এই প্রজ্ঞাপনে বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।