লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাঝে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে বস্ত্র ও খাদ্য বিতরণ
কাইছার হামিদ তুষার,লোহাগাড়া(চট্টগ্রাম):-চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জলদাশ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ী পুড়ে ছাই হয়ে আশ্রয়হীন হয়ে পড়া অসহায় সংখ্যালঘু ১৩ জেলে পরিবারকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে শীতবস্ত্র,শাড়ী,লুঙ্গিসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়
২২ শে জানুয়ারি বিকেল ৪ টায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন-উপজেলা আওয়ামীলীগ নেতা শহিদুল কবির সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির,উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রিদুয়ানুল হক সুজন,পদুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আকতার হোসেন ফরিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা হারুনর রশিদ,যুবলীগনেতা জাহিদুল ইসলাম রাসেল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ তামিম,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব ও তারেকুল ইসলাম ইমনসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১৮ই জানুয়ারী সোমবার সন্ধ্যায় পদুয়া তেওয়ারীহাট সংলগ্ন জলদাশ পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর হারিয়ে ১৩টি অসহায় জেলে পরিবার মানবেতর জীবনযাপন করছে।