ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাটহাজারী উপজেলা প্রশাসন এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 16, 2020 - 5:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 106 বার

সুমন পল্লব, হাটহাজারী, চট্টগ্রাম : করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর কারনে সরকার নির্দেশনায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে সীমিত আকারে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর (বুধবার ) সকাল ৭টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

তোপধ্বনির পরে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এস,এম, রাশেদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান মক্তার বেগম মুক্তা,কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করেন।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদের কর্মকতা ও কর্মচারী,হাটহাজারী পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, ও এর অঙ্গ সংগঠন,বিএনপি ও এর অঙ্গ সংগঠন ও জাতীয় পার্টি,হাটহাজারী প্রেস ক্লাব হাটহাজারী সাংবাদিক ইউনিয়ন, হাটহাজারী মানবাধিকার সাংবাদিক সংস্হা, বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গগন পুস্প স্তবক অর্পণ করেন।

এদিকে সকাল ৮টায় হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশ পুলিশ, ভিডিপি, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস সীমিত আকারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।