“সময়ের ছড়া”
বিপ্লব গোস্বামী
বারো মাসে এক বছর, আর
ছয় ঋতুতে এক বছর হয়।
৩৬৫ দিনের সমষ্টিকে
সংক্ষেপে এক বছর কয়।
দুই মাসে এক ঋতু,আর
দুই পক্ষে এক মাস হয়।
৩০ দিনের সমষ্টিকে
সংক্ষেপে এক মাস কয়।
দুই সপ্তাহে এক পক্ষ,আর
দুই পক্ষ এক মাস হয়।
৭ দিনের সমষ্টিকে
সংক্ষেপে এক সপ্তাহ কয়।
এক দিনে বারো ঘন্টা,আর
চব্বিশ ঘন্টায় দিন রাত হয়।
৬০ মিনিটের সমষ্টিকে
সংক্ষেপে এক ঘন্টা কয়।