ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আতিথেয়তা ও মেহমানদারি মানুষের পারস্পরিক বন্ধন দৃঢ় করে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 23, 2021 - 10:31 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 133 বার
আতিথেয়তা ও মেহমানদারি মানুষের পারস্পরিক বন্ধন দৃঢ় করে। মানবিক সৌহার্দ্য বৃদ্ধি করে। মেহমানদারি সামাজিক সম্পর্ক রক্ষার অন্যতম হাতিয়ার। এতে বড় আনন্দ ও পুণ্য রয়েছে। এটি কল্যাণ ও মহত্ত্বের পরিচায়ক।
তাই এই সওয়াব প্রাপ্তিতে আমার শ্রদ্ধেয় বড় ভাই, লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান ভাই সাহেব বরাবরই এগিয়ে থাকেন। হাসিমুখে পাশে থাকেন।
আতিথেয়তা ও মেহমানদারিতে তিনির পরিবারের সুনাম সুখ্যাতি রয়েছে। আমাদের ভাবী (ম্যাডাম) -এর হাতের রান্না খুবই মজাদার। আজ সান্ধ্যকালীন সময়ে আবার তিনির বাসা থেকে রান্না করা রকমারি, সুস্বাদু খাবার নিয়ে এসেছিলেন। স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে দিয়ে গেলেন ব্যাগ ভর্তি খাবার সামগ্রী।
এবার লন্ডনে আসার প্রথম দিনে একইভাবে খাবার সামগ্রী নিয়ে আমাকে রিসিভ করেছিলেন তিনি। এর পরের দিন সকালের নাস্তা নিয়ে হোটেল থেকে নিজে ড্রাইভ করে আমাকে রেন্ট করা ঘরে পৌঁছে দিয়েছিলেন।
ব্রিটেনে করোনাভাইরাসের অস্বাভাবিক সংক্রমন বৃদ্ধির কারনে তৃতীয় বারের মতো জাতীয় লকডাউন জোরদার করা হয়েছে। গৃহবন্দী হয়েছেন সবাই! মাববিক বিপর্যয় দেখা  দিয়েছে!!
আমি এখন ইষ্ট লন্ডনের হোয়াইট চাপেলের ব্যালেন্স রোডের একটি ছোট ঘরেই বসবাস করছি।
আলহামদুলিল্লাহ সুস্থ আছি। বেঁচে আছি। আতিক ভাই সাহেব এবং তিনির পরিবারের সবাই সুস্থ আছেন। আল্লাহ পাক তিনিকে সুস্থ রাখুন,  হায়াতে তায়্যিবা বাড়িয়ে দিন। আতিক ভাই সাহেব এবং তিনির পরিবারের সকলের জন্য দোয়া চাই সকলের কাছে। সেই সাথে আমাকেও দোয়াতে শরীক রাখবেন সকলে।
ইয়া আল্লাহ, ব্রিটেনের দিকে আপনার সদয় দৃষ্টি ফেরান। মাববিক বিপর্যয় থেকে রক্ষা করুন মানব জাতিকে। আমীন।
লেখক সাংবাদিক দেলোয়ার হোসেন