রিপাবলিকান কংগ্রেসওম্যানের এবার বাইডেনকে ইমপিচের আবেদন
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা)প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ গ্রহণের এক দিন পরই তাকে ইমপিচমেন্টের (অভিশংসন) আবেদন করেছেন এক নারী। তিনি জর্জিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসওম্যান মারজোরি টেইলর গ্রিন। অভিশংসনের আবেদনের পর টুইটারে এ কথা জানান তিনি। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট ও ফক্স নিউজের।
গ্রিন বলেন, ‘আমি প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিশংসন করতে আবেদন করেছি। পরিস্থিতি কী দাঁড়ায় আমরা সেটা দেখব।’
গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে বলে প্রবল বিশ্বাস করেন সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই এই ষড়যন্ত্র তত্ত্বের চরম সমর্থক গ্রিন। চলতি মাসের শুরুতে গ্রিনের সোশ্যাল মিডিয়া ১২ ঘণ্টার জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল।
তবে এই আবেদন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের গণ্ডি পেরোনোর সম্ভাবনা খুবই কম। কেননা প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তা ছাড়া নিজ দলের রিপাবলিকানরাও এ নিয়ে খুব মাতামাতি করবেন বলে মনে হয় না। কারণ গত সপ্তাহে প্রতিনিধি পরিষদে যখন ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো ইমপিচমেন্ট করা হয়, তখন বেশ কয়েকজন রিপাবলিকানও ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছিলেন।