আ’লীগ উন্নয়নের রাজনীতি করেঃ এমপি এনামুল হক
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এমপি এনামুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচন সফল ও স্বার্থক করার লক্ষ্যে পৌর আ’লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল তিন টায় উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশ আ’লীগ উন্নয়নের রাজনীতি করে। উন্নয়ন থেকে আ’লীগ পিছিয়ে যায় না। আ’লীগ ব্যতীত যারা ক্ষমতায় গেছে তাদের দ্বারা তেমন কোন দৃশ্যমান উন্নয়ন সংগঠিত হয় নি। ঋণের বোঝা চাপিয়ে দিয়ে তারা দায়িত্ব শেষ করেছে। আ’লীগ সরকার ক্ষমতায় আসলে তাদের সেই ঋণ পরিশোধ করে উন্নয়ন কর্মকান্ডে হাত বাড়াই।
এর মূল কারন আ’লীগ জনগনের সংগঠন। আ’লীগের দ্বারা কল্যাণ হয়নি এমন পরিবার খুঁজে পাওয়া যাবে না। আসন্ন ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী হিসেবে আব্দুল মালেক মন্ডল দ্বিতীয় বারের মতো মেয়র পদে নির্বাচন করছে। তাই মেয়র মালেকের বিজয় মানে আ’লীগের বিজয়। সেই দিকে লক্ষ্য রেখে এখন থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের জন্য কথা বলতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে। এরই মধ্যে ভবানীগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। অবশিষ্ট কাজ সম্পন্ন করতে মালেকের বিজয়ের বিকল্প নেই। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আব্দুল মালেকের বিজয় নিশ্চিত করতে হবে।
ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, কাউন্সিলর হাচেন আলী, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি শাহীনুর খাতুন, ভবানীগঞ্জ পৌর আ’লীগের ওয়ার্ড সভাপতি আহাদ আলী প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এমপি এনামুল হক সবাইকে শীতবস্ত্র প্রদান করেন।