ঝিকরগাছায় মুক্তিযোদ্ধার পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃযশোরের ঝিকরগাছার শংকরপুরের একটি পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) প্রয়োগ করে মাছ নিধনের পাশাপাশি একটি গরু মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার শংকরপুর কুমরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের পুকুরে বিষ প্রয়োগের ঘটনা হয়।
এতে ওই মাছ চাষীর প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার এক সপ্তাহ আগে মুক্তিযোদ্ধা হামিদের মাঠে অবস্থিত আরেকটি মাছের ঘেরে একই ভাবে গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি করে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বলেন,ধার-দেনা করে নিজেদের প্রায় দুই বিঘা জলাকারের পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করেছিলাম। রেনু পোনা,খাদ্য ক্রয়সহ এ পর্যন্ত প্রায় লক্ষাধিক টাকা খরচ করেছি।আশা ছিল আর কিছুদিন পরে মাছ বিক্রির মাধ্যমে ২ লক্ষাধিক টাকা আসবে।
কিন্ত মঙ্গলবার ভোরে দ্বিতীয় দফায় কে বা কারা গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুরের সব মাছ মেরে দিয়েছে।পুকুরের পাশে গোয়াল ঘরে থাকা একটি গরু মেরে ফেলে। কে এমন ক্ষতি করেছে তা আমি দেখিনি। তবে পূর্বে থেকে তার এলাকার বহিরাগত প্রতিবেশির সাথে দ্বন্দ চলছিলো। শত্রুতা বশত তারাই এমন ক্ষতি করতে পারে বলে তিনি ধারনা করছেন। এ ব্যাপারে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।
প্রতিবেশী কুমরী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মাস্টার আসাদুজ্জামান জানান,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তাদের গ্রামের মধ্যে একজন পরিশ্রমী ও সৎ মানুষ। সেটা হওয়া সত্বেও একটি প্রভাবশালী কুচক্রি মহল বিভিন্ন সময় আর্থিক ও সামাজিক ভাবে ক্ষয়ক্ষতি করে আসছে। তারই প্রতিফলন এটিই হতে পারে।এমন সহজ সরল মানুষের কেউ ক্ষতি করতে পারে এটা ভাবাও যায় না।পুকুরের মাছ দেখে এটা এক ধরনের নৃশংসতা মনে হয়েছে।
কুমরী গ্রামের সুশীল সমাজ মনে করছে আব্দুল হামিদ একজন মুক্তিযোদ্ধা হওয়া সত্বেও বারবার ক্ষতিগ্রস্থ হয়ে সুষ্ঠ বিচারের অভাবে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে।এ কারণে এ ধরনের অপরাধ বেড়েই চলেছে। অপরাধীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা না করতে পারলে তারা আরও বড় ধরনের অপরাধ সংগঠিত করবে বলে আশঙ্কা করছে তারা।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) রিপন বালা বলেন,গ্যাস বড়ি দিয়ে মাছ নিধনের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি।এর পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ব্যাপারে তদন্তের রিপোর্ট এখনো জানতে পারেনি।