ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গ্রিসে ড. সাইয়্যেদা ফারহানা নূর চৌধুরীকে বিদায় সম্বর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 17, 2020 - 12:05 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 78 বার

প্রদীপ কুমার সরকার, গ্রিস ঃঃ বাংলাদেশ গার্মেন্টস এসোসিয়েশন ইন গ্রিসের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা জানিয়েছেন

ডিপ্লোমেটিক মিশনের গতানুগতিক ধারায় সকলকেই চলে যেতে হয়, বদলী হতে হয়। তেমনি চলে গেলেন বাংলাদেশ দূতাবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কর্মঠ , মেধাবী, জনবান্ধন কাউন্সিলর (শ্রম) সাইয়্যেদা ফারহানা নূর চৌধুরী। ১৫ ডিসেম্বর তার গ্রীসের অফিস জীবনের শেষ দিন ছিল। গার্মেন্টস নেতৃবৃন্দরা তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজিএজি’র (বাংলাদেশ গার্মেন্টস এসোসিয়েশন ইন গ্রিস) সভাপতি শেখ আলামিন, সাধারণ সম্পাদক নূর আমিন দেওয়া, সিনিয়র সহ-সভাপতি দাদান ও সামাদ মাতুব্বর, লতিফ মোল্লা, আজিজ ইসলাম, সোবাহান বেপারী
বৈশ্বিক করোনা মহামারীর কারণে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে তাকে গতকাল বিকালে উষ্ণ ফুলেল বিদায় সম্বর্ধনা জানান বাংলাদেশ গার্মেন্টস এসোসিয়েশন ইন গ্রিসের নেতৃবৃন্দরা।

সাথে উপস্থিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত জনাব আসুদ আহমেদ, কাউন্সিলর খালেদ সাহেব ও সুজন দেবনাথ সাহেব। ফেয়ারওয়েল শেষে রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মকর্তাদের সাথে কুশলাদিও বিনিময় করেন ও তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন বিজিএজি’র (বাংলাদেশ গার্মেন্টস এসোসিয়েশন ইন গ্রিস) নেতৃবৃন্দরা।
পাশাপাশি জনগণের পাসপোর্ট প্রদানসহ দূতাবাসের কার্যক্রম আরো সচল ও গতিময় করার আহ্বান জানান নেতৃবৃন্দরা।
বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস।