মহান বিজয় দিবস উপলক্ষে শিশু একাডেমির নানা আয়োজন
লিয়াকত,রাজশাহী ব্যুরোঃ নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে রাজশাহী শিশু একাডেমি। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় শিশু একাডেমির উদ্যোগে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতারয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বুধবার সকাল ১১ টায় রাজশাহী শিশু একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামারজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক ড. শারমিন ফেরদৌস চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন শিশু একাডেমির রাজশাহী শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৩০ লাখ শহিদের রক্তে অর্জিত স্বাধিনতাকে সমুন্নোত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে এগিয়ে গেলে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ ব্যহত করতে পারবে না। বক্তব্য শেষে শিশুদের চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।