ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সেফটি ট্যাংক বিস্ফোরণে, শিশুসহ নিহত দুইজন, আহত ২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 17, 2020 - 3:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 92 বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ ফতুল্লার রামারবাগ এলাকায় সেফটি ট্যাংক বিস্ফোরণে শিশুসহ ২ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ দিকে সাঈদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. জিসান (১২) ওই এলাকার মামুন মিয়ার ছেলে ও ৬ ষ্ঠ শ্রেনীর ছাত্র। ও পোশাক শ্রমিক আবদুর রাজ্জাক (৩৫)। এ ঘটনায় আহতরা হলেন, রামারবাগ এলাকায় খাইরুল ইসলাম এর স্ত্রী শাহিদা বেগম (৪০)। তিনি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ও একই এলাকার পিয়ার আলীর ছেলে এবং মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমান সাকিব (১৩) ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো, আসলাম হোসেন জানান, রামারবাগ এলাকায় সেফটি ট্যাংক বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে গিয়ে জিসান নামে এক শিশুর লাশ উদ্ধার করে এবং রাজ্জাক নামে আরেক পোশাক কারখানার শ্রমিকও নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। তারা হাসপাতালে চিকিসাৎধীন আছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।