ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে পাঁচন্দর ইউপির আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, April 2, 2023 - 2:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 111 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহী তানোর উপজেলার ৩নং পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে- পরিষদ প্রাঙ্গণে আজ বেলা ২টায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র ভূমীর পোড়ামাটির লৌহমানব, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের কৃতিসন্তান, রাজশাহী -০১ ( তানোর- গোদাগাড়ী) আসনের মাননীয় সাংসদ- আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী (এমপি) ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন; উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য, মাঈনুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রভাষক- আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান- তৃণমূল জনগোষ্ঠীর আস্থাভাজন, যুবরাজ লূৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা যুবলীগ সম্পাদক- জুবায়ের ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান- আবু বাক্কার সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক ও প্রসিদ্ধ ব্যবসায়ী-আলহাজ্ব আবুল বাশার সুজনসহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

সভা শেষে আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠণের নেতা-কর্মীগণ উপস্থিত থেকে ইফতার মাহফিল সাফল্য মন্ডিত করেছেন ।