এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল
প্রদীপ কুমার সরকার, গ্রীস প্রতিনিধি: কারো নেই মা, কারো বাবা। অনেকেই রয়েছেন স্বজনহীন। এমন আরো অনেক শিশুই আছে এই এতিমখানায়, যারা জীবনের সঙ্গে সংগ্রাম করে চলছে প্রতিনিয়ত। এবার এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমি ইফতার এর আয়োজন করেছেন গ্রিস থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল জাগো ডট নিউজ।
গ্রিস প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্নার সার্বিক সহযোগীতায় ও সাংবাদিক ছনি চৌধুরীর পরিচালনায় একটি এতিমখানায় প্রায় ৭০ জন এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক সরওয়ার শিকদার, আলমগীর মিয়া, এম এ মুহিত, প্রভাষক মোশারফ আলী মিঠু, জোবায়ের আহমদ, শামীম আহমদ, আশরাফুল ইসলাম, সৈয়দ মিসবা জামান, শাহ ওমর আলীসহ অনেকেই। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল হাদী বানী।
তিনি বলেন- বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকহীন শিশুদের পড়াশোনা ও খাবারের ব্যবস্থা করা হয় এখানে। সব সময় তাদের ভাগ্যে ভালো খাবার জোটে না। জাগো ডট নিউজের আয়োজনে এতিম শিশুসহ শিক্ষক ও অতিথিদের নিয়ে উৎসবমুখর পরিবেশে ইফতার আয়োজন করায় খুশি সবাই।