কলাপাড়ায় ঘূর্নিঝড় সতর্কীকরণ মাঠ মহড়া অনুষ্টিত হয়েছে
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় সতর্কীকরণ মাঠ মহড়া অনুষ্টিত হয়েছে। অদ্য সোমবার বিকাল ৩ টায় নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস জাপান মোফা ডি আরআর প্রজেক্ট কলাপাড়া এর আয়োজনে এ মহড়া অনুষ্টিত হয়।
জনাব বাবুল মিঞা চেয়ারম্যান নীলগঞ্জ পরিষদ এর সভাপতিত্বে মহড়া অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দীপক কুমার দাশ প্রজেক্ট কো অর্ডিনেটর গুড নেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্ট কলাপাড়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাসাহিকো ইয়োদা প্রজেক্ট ম্যানেজার গুড নেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্ট কলাপাড়া, আসাদুজ্জামান খান সহকারী পরিচালক-
সিপিপি কলাপাড়া, মো: সোরাফ সিপিপি ইউনিয়ন টিমলিডার নীলগঞ্জ, ইভান মাতুব্বর সিপিপি ডেপুটি টিমলিডার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন রাজীব বিশ্বাস প্রোগাম ম্যানেজার গুডনেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্ট কলাপাড়া। অফিস সুএে জানা যায় উপকুলীয় এলাকায় এই দুর্যোগ প্রবন মাসে জনগনকে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ দুর্যোগ পূর্বে, চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যাক্তি পরিবার ও সামাজিক প্রস্তুতি সহ জান মালের ক্ষতি কমিয়ে আনার উদ্দেশে এ মহড়ার আয়োজন করা হয়।