শ্রীমঙ্গলে ব্যবসায়ীর ছিন্তাইকৃত টাকা উদ্ধার,আটক ৩
মোঃইমরান হোসেন মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত টাকা ও মোবাইল ফোনসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানাযায়,৩ এপ্রিল সোমবার রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় শ্রীমঙ্গল চৌমুহনাস্থ ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ এর স্বত্বাধিকারী বাবুল আহমেদ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ হতে পায়ে হেটে নিজ বাড়িতে ফেরার পথে শ্রীমঙ্গল থানাধীন শ্যামলী পৌর শ্মশান ঘাটের সামনের পাঁকা রাস্তার উপর পৌঁছা মাত্রই অজ্ঞাতনামা ২/৩ জন ছিনকাইকারী পথরোধ করে,তার সঙ্গে থাকা কালো রংয়ের ব্যাগ ধরে টানটানি শুরু করে।
তখন বাবুল আহমেদ তাদের বাধাঁ দিলে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাদের হাতে থাকা ইট দিয়ে বাবুল আহমেদ এর মাথার পিছনের দিকে আঘাত করে রক্তাক্ত জখম করে। গুরুতর জখম অবস্থায় বাবুল আহমেদ মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারী তার কালো রংয়ের ব্যাগে থাকা ব্যবসার নগদ ২৮,০০০/-(আটাশ হাজার) টাকা ব্যাগসহ বাবুল আহমেদ এর ব্যবহৃত একটি ঙঢ়ঢ়ড় এবং একটি ও-চঐঙঘঊ৭ মোবাইল ফোন জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় বাবুল আহমেদ থানায় লিখিত অভিযোগ করেন।এই প্রেক্ষিতে মামলা রুজু হলে ৩ এপ্রিল রাত ১০.৩০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই/অলক বিহারী গুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ১।মোঃ মাসুম মিয়া (২২),কিশোর অপরাধী ২।মোঃ আলম তালুকদার(১৭)এবং ৩।আরমান মিয়া (১৫)শ্রীমঙ্গল শহরের বিরাইমপুর এলাকার রেলওয়ে কলোনি থেকে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত কালো রঙের ব্যাগ,নগদ ১০০০০৳ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।