ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ১০:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে দলিল লেখক তাছির উদ্দিনের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 4, 2023 - 4:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোর সাব-রেজিস্ট্রী অফিসের সাবেক সভাপতি সিনিয়র দলিল লেখক তাছির উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭০ বছর। আজ (৪ এপ্রিল) মঙ্গলবার সকাল সাড়ে ৭ ঘটিকার সময় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার বাদ যহুর অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এমন ব্যক্তির মৃত্যুতে শোক জানিয়ে তার রুহের মাগফেরাত শান্তি কামনায় করছেন তানোর দলিল লেখক সমিতির সভাপতি ফাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ক্যাশিয়ার সোহেল রানা, সিনিয়র দলিল লেখক দুলাল হোসেন, রায়হান আলী, সাইদ সাজু ও ইমরান হোসাইন প্রমুখ।অপরদিকে, তানোর দলিল লেখক সমিতির সভাপতি তাছির উদ্দিনের মৃত্যুতে তানোর প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জানিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু ও সাধারণ সম্পাদক টিপু সুলতান।তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ।

এছাড়াও প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইমরান হোসাইন, আশরাফুল ইসলাম রনজু, লুৎফর রহমান, মামুনুর রশিদ মামুন ও আশরাফুল আলম। যুগ্নসাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু এবং জুয়েল মাহবুব। আর ক্যাশিয়ার সোহেল রানা ও অন্যতম সদস্য ওবাইদুর রহমান সুজন প্রমুখ।

অন্যদিকে, এক শোক বার্তায় মৃত্যু ব্যক্তির রুহের মাগফেরাত কামনায় পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ‘আস্থা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সভাপতি এম শামসুল আলম ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন প্রমুখ।