ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ১১:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালীর বাউফলে ঘুমন্ত অবস্থায় নানী ও নাত্ননিকে কুপিয়ে জখম;

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 4, 2023 - 5:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বাউলতলী গ্রামে ঘুমন্ত অবস্থায় নানী ও নাতনীকে কুপিয়ে জখম করেছে দূর্বৃওরা।
 গত সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩ টার সময়  ঘুমন্ত অবস্থায় নানী ও নাতনীকে  কুপিয়ে জখম করেছে অজ্ঞাত কয়েক দুর্বত্ত।
ঘটনাসূত্রে  জানা গেছে,গভীর রাতে বসত ঘরের দক্ষিণ পাশের বারান্দার সিঁদ কেটে ভিতরে ডুকে ঘুমন্ত নানী রওশন আরা (৬৭) ও নাতনী হাবিবা (১৩)কে ধারালো দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করেছে দূবৃর্তরা। ওই ঘরে নানী ও নাতি দুজনই বসবাস করতো।রওশন আরা বেগমের স্বামী মৃত কাদের সিকদার।
পরে,তাদের ডাকচিৎকার শুনে বাড়ির  লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হন।
আহতদের আশংকাজনক অবস্থায় প্রথমে বাউফলে নিয়ে গেলে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।তবে,নাতনী হাবিবাকে গুরুতর জখম অবস্থায় বরিশাল থেকে ঢাকার রেফার করা হয়েছে বলে জানা যায়।
এ ব্যপারে বাউফল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এবং সন্দেহজনক আলামত সুত্রে সিয়াম হোসেন (১৭) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
তবে কি কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে তার কারণ এখন পর্যন্ত  জানা যায়নি।