মান্দায় বারি গম-৩৩ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বারি গম-৩৩ এর কৃষক মাঠ দিবস আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ হাজীপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ একেএম মঞ্জুরে মাওলা। কৃষক আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতাব রঞ্জন সাহা ও আব্দুস সামাদ, কৃষক আব্দুর রাজ্জাক প্রমুখ।#