ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দাকে উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসাবে গড়তে চান নজরুল ইসলাম নয়ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 10, 2023 - 7:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 115 বার

আরিফ রববানী ময়মনসিংহ:আধুনিক, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য তারাকান্দা উপজেলা গড়তে সবার সহযোগিতা চেয়ে বেড়াচ্ছেন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক মেধাবী রাজনীতিবিধ নজরুল ইসলাম নয়ন।

সোমবার (১০এপ্রিল) তিনি উপজেলার কয়ড়াকান্দা ও নদীর পাড় এলাকার বিভিন্ন গ্রামগঞ্জের সাধারণ মানুষ ও স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গদের সাথে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে গণসংযোগ ও মতবিনিময় কালে এ সহযোগিতার প্রত্যাশা করেন। এর আগে রবিবার দিনভর তিনি উপজেলার ৩নং কাকনী ইউনিয়নে কাকনী বাজার ও শিমুলিয়া মোড়সহ বিভিন্ন গ্রামে গঞ্জের মানুষের মাঝে গণসংযোগ করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক নীতিমালা এবং উন্নয়ন শুধু রাজধানীকেন্দ্রিক নয়, একেবারে তৃণমূল পর্যায়ে। গ্রাম পর্যায়ে যেন উন্নয়নের ছোঁয়া লাগে, গ্রামের মানুষের জীবনযাত্রা যেন উন্নত হয়। এর ধারাবাহিকতা বজায় রাখতে তারাকান্দাকে ময়মনসিংহ জেলার একটি আধুনিক উপজেলা উপহার দিতে চাই। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের মনোনীত প্রার্থী হিসেবে আমি নির্বাচিত হয়ে উপজেলার সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে তারাকান্দবাসীর একান্ত সহযোগিতা চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধি তারাকান্দা উপজেলা গড়তে কাজ করতে চাই।’

এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরেন এবং আগামীতে এসব উন্নয়ন কর্মকাণ্ডের ফল যাতে তারাকান্দাবাসী ভোগ করতে পারেন- সেই জন্য উপজেলার জনগণের কাছে দলীয় প্রার্থী হিসাবে যেন মনোনীত হতে পারেন সেজন্য দোয়া ও সহযোগীতা চান নজরুল ইসলাম নয়ন। গণসংযোগকালে তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।