কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৫০জনের অর্থদণ্ড ১জনের সাজা
কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০যোনির অর্থদণ্ড ও ১জনের ৩টিনের সাজা প্রদান করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিমের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
যত্র তত্র গাড়ি পার্কিং করে রাখা এবং ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট সাজিয়ে ব্যবসা করার অপরাধে ৫০জনকে অর্থদণ্ড ও ১জনকে ৩ দিনের রাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম।