ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে ইউপি যুবলীগের পরিচিতি সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 12, 2023 - 1:42 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 36 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তানোরে ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে নেতাকর্মীদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার কলমা ইউনিয়নের বিল্লি উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে ও প্রিভেল হাসান অনিকের সঞ্চালনায় ১,২,৩ নম্বর ওয়ার্ড যুবলীগের পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা যুবলীগের সহসভাপতি পারভেজ মোশাররফ, তানোর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ মুনসেফ আলী,উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ হিরোসহ কলমা ইউপি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শক্তিশালী করতে ও নির্বাচনে নৌকার জয়ের লক্ষ্যে এসব প্রস্তুতি ও পরিচিত সভা অনুষ্ঠিত করা হচ্ছে।