ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের পেশাভিত্তিক প্রশিক্ষণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 12, 2023 - 1:53 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

পঞ্চগড় প্রতিনিধি :দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত ২১১জন উপকারভোগীকে নিয়ে বিভিন্ন ট্রেডে ৬টি ব্যাচে ১০ দিনব্যাপী আয়বর্ধকমূলক ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে৷

আজ রবিবার (১১ এপ্রিল) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নে ঝালেঙ্গীগছ আশ্রয়ণ প্রকল্পে দুইটি ব্যাচে ৭৩ জন উপকারভোগীদের নিয়ে চলমান মৎস্য চাষ, গবাদি পশু (ছাগল, ভেড়া এবং গরু) ও পাখি (হাঁস, মুরগি এবং কবুতর) পালন, পাখির রোগ প্রতিরোধ এবং বসত বাড়িতে সবজি চাষ বিষয়ে চলমান এই প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের৷
এ সময় তেঁতুলিয়া উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা সহ উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো. জাহাঙ্গীর আলম এবং প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আকতার হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত রবিবার (৯ এপ্রিল) সকালে তেঁতুলিয়া সদর ইউনিয়নে পাপোষ তৈরি ও হস্তশিল্প বিষয়ক ট্রেডে ৩০ জন উপকারভোগী এবং ভজনপুর ইউনিয়নে ব্লক, বাটিক ও হস্তশিল্প বিষয়ক ট্রেডে ৩৮ জন উপকারভোগীকে নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয় এবং গত সোমবার (১০ এপ্রিল) সকালে দেবনগর ইউনিয়নের ঝালেঙ্গীগছ আশ্রয়ণ প্রকল্পের দুইটি ব্যাচে ৭৩ জন উপকারভোগী নিয়ে মৎস্য চাষ, গবাদি পশু (ছাগল, ভেড়া এবং গরু) ও পাখি (হাঁস, মুরগি এবং কবুতর) পালন, পাখির রোগ প্রতিরোধ এবং বসত বাড়িতে সবজি চাষ বিষয়ক ও তেঁতুলিয়া সদর ইউনিয়নের তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নকশি কাঁথা তৈরি বিষয়ক প্রশিক্ষণে ৩৫ জন এবং কাগজের ব্যাগ ও ঠোঙ্গা তৈরি বিষয়ক প্রশিক্ষণে ৩৫ জন উপকারভোগীদেরকে ১০ দিনব্যাপী আয়বর্ধকমূলক এই প্রশিক্ষণ প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

২০২২-২৩ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদিত “আশ্রয়ণ-২ প্রকল্প (দারিদ্র বিমোচন ও পুনর্বাসন)” শীর্ষক প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের তত্বাবধানে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত পরিবারের মধ্য হতে এ উপজেলার ৭টি ইউনিয়নের ৭২৭ জন প্রশিক্ষণার্থীকে ১০ দিন করে পর্যায়ক্রমে গবাদি পশু (ছাগল, ভেড়া এবং গরু) পাখি (হাঁস, মুরগি এবং কবুতর) পালন, পাখির রোগ প্রতিরোধ এবং বসত বাড়িতে সবজি চাষ, মৎস্য চাষ, হস্তশিল্প বিষয়ক, পাপোষ তৈরি, নঁকশী কাথা তৈরি, কাগজের ব্যাগ ও ঠোঙ্গা তৈরিসহ বিভিন্ন ট্রেডে আয়বর্ধকমূলক পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

এই প্রশিক্ষণ কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত আশ্রয়ণ-২ (দারিদ্র বিমোচন ও পুনর্বাসন) প্রকল্প বাংলাদেশ সরকারের অন্যতম দারিদ্র বিমোচন প্রকল্প। এ প্রকল্পে পুনর্বাসিত পরিবারবর্গ সমবায় সমিতি গঠনের মাধ্যমে দলভুক্ত হবে এবং সমবায় বিভাগে নিবন্ধিত হবে। সমিতির সদস্য ও তাদের পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদেরকে বিভিন্ন বিষয়ের উপর ১০ দিনের পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উপকারভোগীদের দক্ষ জনশক্তি ও সাবলম্বী হিসেবে গড়ে তোলার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।