মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী : নাম তার মোহাম্মদ আল মামুন।পেশায় তিনি একজন নূরানী মাদ্রাসার শিক্ষক। পটুয়াখালী সদর উপজেলাধীন ছোটবিঘাই ইউনিয়নের ছোটবিঘাই গ্রামের স্থায়ী বাসিন্দা।
খোজনিয়ে জানা যায়, এই আল মামুন নূরানী মাদ্রাসায় শিক্ষকতা করে এক সময় মোটামুটি ভালোই চলছিলো তার সংসার। হঠাৎ একদিন আই-ষ্ট্রোক করে ছিড়ে যায় তার চোখের ভেইনগুলি। হারিয়ে ফেলেন চিরতরে দৃষ্টিশক্তি।
আজ আর সেই ছোট্ট চাকুরীটিও আর নেই। একেবারে পথে বসে গেছেন আল মামুন। দেশে অনেক চিকিৎসা করেও যখন পর্যন্ত ফিরে পাননি তার দৃষ্টিশক্তি, তখন জমি বিক্রি আর অনেক ধার দেনা করে মাদ্রাজ গিয়ে অপারেশনও করিয়েছেন তিনি। এখন কিঞ্চিৎ দেখতে পেলেও কোনোকিছু ভালো করে পড়তে পারেন না। প্রায়ই ব্যাথা করে চোখের ভিতর। ঔষধ কেনার পয়সাও সামাল দিতে পারছেন না তিনি। কোনো রকম ছেলে-মেয়ে নিয়ে বেঁচে আছেন এই পৃথিবীতে। ওদিকে ডাক্তার বলেছেন আবার ভারত যেতে হবে । আর একটু চিকিৎসা নিলে হয়ত ভালো হয়ে যাবে তার দুটো চোখ।
আল্লাহর রহমতে আবার হয়ত তিনি দেখতে পাবেন। বড় মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে পড়ে। ৭ বছরের একটি ছেলেও রয়েছে তার। পৃথিবীর কঠিন বাস্তবতায় আজ ওদের জীবন অনিশ্চিত। এমতাবস্থায় আল-মামুন সমাজের দানশীল ও বিত্তবানদের নিকট আবেদন জানিয়েছেন তাকে একটু সাহায্য করে তার পরিবারটিকে রক্ষা করতে বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।
তার সাথে যোগাযোগ এবং সাহায্য করার জন্য বিকাশ নম্বরটি হলো – (০১৭২০৬২২৭২৮)