ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঠাকুরগাঁওয়ে রাতে অন্ধকারে ডিস লাইনের তার কাটাতে গিয়ে আটক ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 12, 2023 - 2:11 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাস্থ শুখান পুখুরী ইউনিয়নে প্রতিপক্ষকে ঘায়েল করতে রাতে অন্ধকারে ডিস লাইনের তার ও পাওয়ার মেশিন চুরির অভিযোগ পাওয়া গেছে। ইতিপূর্বেও একই এলাকায় কয়েকদফা তার ও পাওয়ার মেশিন চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে একাধিকবার এলাকায় বিষয়টি নিয়ে বসার পরেও কোন ফল পায়নি ভ‚ক্তভোগী ডিস ব্যবসায়ী।

আজ ১০ এপ্রিল রাত আনুমানিক ১২.৩০ মিনিটে কুমারপাড়া সাদা মোহন বাসার পাশ্বে ডিস-লাইনের তার কেটে পালানোর সময় এলাকাবাসী মকছেদুল (৩০) এটিএন ক্যাবল নেটওয়ার্ক বোদা পৌরসভার দুলাল সরকার এর প্রতিষ্ঠানের লাইন ম্যানকে আটক করে এলাকাবাসী। মকছেদুল নতুন পাথরাজ বাজার সংলগ্ন পূর্ব শুখান পুখুরী গ্রামের জলহাস সরকারের পুত্র।

এদিকে গত ফেব্রুয়ারী ও মার্চ মাসে ২০ কিলোমিটার তার চুরি গেছে। এতে দুই মাসে প্রায় বিশ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

জানা গেছে, পাঁচপীর ইউনিয়নের শাহা আলীর পুত্র আবু কাশেম দীর্ঘদিন ধরে শুখান পুখুরী এলাকায় ডিস ও ওয়াইফাই লাইনের ব্যবসা চালিয়ে আসছে। সম্প্রতি ওই এলাকায় বোদা পৌরসভার ননী গোপাল সরকারের পুত্র দুলাল সরকারও ডিস লাইনের ব্যবসা শুরু করেন। দুলাল সরকার ডিস লাইনের ব্যবসা শুরুর পর থেকেই আবু কাশেমের ডিস ও ওয়াইফাই লাইনের তার ও পাওয়ার মেশিন চুরি যাচ্ছে। এলাকায় ব্যবসায়ীক ফায়দা হাসিলের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতিভাবে এ চুরি ঘটনা ঘটানো হচ্ছে মর্মে অভিযোগ ভুক্তভোগীর।

ডিস লাইন ব্যবসায়ী আবু কাশেম আরো বলেন, প্রতিন্দ্বিদ্বতা ব্যবসায়ী দুলাল সরকারসহ ডিস সংযোগ বিচ্ছিন্ন ও তার কাটার সঙ্গে আরোও অনেকেই জড়িত। প্রতিহিংসার রোষানলে আবু কাসেমের ডিস সংযোগটি বর্তমান বিচ্ছিন্ন রয়েছে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান বলেন, ডিস লাইনের তার কেটে পালানোর সময় এলাকাবাসী এক ব্যাক্তিকে আটক করে, থানায় খবর দিলে ভূল্লী থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ভ‚ক্তভোগী ডিস ব্যবসায়ী অভিযোগ দাখিল করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।