ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে বর্ষবরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, April 14, 2023 - 3:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণঢ্য এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি পৌরশহর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রুম্মান আক্তার,ইউপি চেয়ারম্যান এনামুল হক,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম,উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান,ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মেহেদী হাসান প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী কর্মকর্তা-কমর্চারী, শিক্ষক জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।