ধর্মপাশায় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (১৫এপ্রিল) শনিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুয়েব চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটনের সভাপতিত্বে ও সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশের পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবীর ভূঁইয়া।
এ উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তানভির কবির। পরে শাহ আব্দুল বারেক ছোটন ও তরিকুল ইসলাম পলাশ সদস্য ফরম সংগ্রহ করে সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ সূচনা করেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীসহ স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।