ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশায় শ্রমজীবী নির্মাতা শ্রমিক সংগঠনের ইফতার সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 15, 2023 - 5:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 72 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শ্রমজীবী নির্মাতা শ্রমিক সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো প্রায় শতাধিক মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৫এপ্রিল) শনিবার বাদ আসরের সময় ধর্মপাশা মধ্যবাজার চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় অস্থায়ী কার্যালয়ে শ্রমজীবী নির্মাতা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সভাপতি ও সম্পাদক এই ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করে।

ইফতারের পূর্বে ধর্মপাশা বাজার জামে মসজিদের ইমাম মুফতী নূর মোহাম্মদ মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব মিয়ে আলোচনা করেন। এছাড়াও ইফতারের আগ মুহুর্তের সময় এই সংগঠনের সর্বাত্মক সাফল্য কামনা করে মুসলমান সকল কবরবাসীর আত্মার মাগফেরাত কামনা করে মুসলিম বিশ্বের সকল মুসলমানদের জন্য শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে আমন্ত্রিত উপস্থিত সকলকে ইফতার তোবারক খাওয়ানোর মাধ্যমে সমাপ্ত হয়েছে।

এই ইফতার মাহফিল ও দোয়ায় আমন্ত্রিত ঠিকাদারবৃন্দ, শ্রমজীবী নির্মাতা শ্রমিক সংগঠনের সভাপতি সাইনোর হক জিলানী, সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম রুবেল সহ সকল সদস্য ও আরও অনেকেই উপস্থিত ছিলেন।