ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১১:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাবলেট বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 17, 2023 - 9:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করেছে উপজেলা পরিসংখ্যান কার্যালয়।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক বিদ্যালয় (এমপিওভুক্ত) ও সমমানের প্রতিষ্ঠানসমূহের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী;র সঞ্চালনায় ও
উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ খালিদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিসংখ্যান কর্মকর্তা (ডিডি), চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলাম (তারিক) উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী জোতিষ চন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু প্রমুখ।

এসময় উপজেলার ৬২টি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা ৩৭২ জন কৃতী শিক্ষার্থীর হাতে এই ট্যাবলেট প্রধান মন্ত্রীর উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা পরিসংখ্যান কর্মকর্তা জানান “২০২১ সালের জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ক্রয় করা ট্যাবলেটগুলোর মধ্যে প্রয়োজনের অতিরিক্তগুলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে বিতরণ করা হয়”।

বিশেষ অতিথির বক্তব্যে চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলাম (তারিক) বলেন, “শিক্ষার্থীদের চিকিৎসক-প্রকৌশলী হওয়ার প্রচেষ্টার মতোই ‘প্রকৃত মানুষ’ হওয়ার প্রচেষ্টা চালাতে হবে। চিকিৎসক-প্রকৌশলী হতে হলে প্রতিযোগিতা করতে হয়। কিন্তু ‘সত্যিকারে মানুষ’ হতে হলে কারও সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না। নিজের ইচ্ছা শক্তিই যথেষ্ট। বর্তমান সমাজে চিকিৎসক, প্রকৌশলী, আমলার অভাব না হলেও, সত্যিকারের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষের অভাব রয়েছে। তাই আমরা চাই তোমরা আমাদের আগামীর কর্ণধার হিসেবে মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠ”।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “মা-বাবাসহ শিক্ষক-গুরুজনদের সম্মান করবে, নীতি-নৈতিকতাকে আকড়ে ধরবে, মানুষের প্রতি ভালোবাসা দেখাবে, সব অন্যায় কাজ থেকে নিজেকে মুক্ত রেখে মানবিকতাকে ধারণ করাই প্রকৃত মানুষের কাজ। তোমরা তাই করবে”।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি মাধ্যমিক কর্মকর্তা মোঃ জিযাউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামীসহ সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সহকারি শিক্ষক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাবলেটপ্রাপ্ত প্রতিটি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ।