ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধিমালা নিয়ে চট্টগ্রাম ইপসা”র ওরিয়েন্টেশন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 18, 2023 - 12:23 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 153 বার

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইপসা ‘র উদ্যোগে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহ হল সামাজিক ব্যাধি।মূলধারার মিডিয়া,সোশ্যাল মিডিয়া ও সামাজিক আন্দোলনসহ ভালোভাবে তুলে ধরতে সাংবাদিকদের আহবান জানান।

১৭ এপ্রিল -২০২৩, জেলা প্রশাসন চট্টগ্রাম, সম্মেলন কক্ষে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা COMBATING EARLY MARRIAGE IN BANGLADESH (CEMB) UNDER CYCDP প্রকল্পের উদ্যোগে চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮ বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করা হয়।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ও শিশু অধিদপ্তরের উপ পরিচালক মিসেস মাধবী বড়ুয়া,ইপসার পরিচালক (সামাজিক উন্নয়ন) মিসেস নাসিম বানু,পোগ্রাম ম্যানেজার ফারহানা ইদ্রিস প্রমূখ। প্রধান অতিথি আবুল বাশার মোঃ ফখরুজ্জামান বলেন, আমাদের দেশে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে ব্যাপকভাবে সামাজিক বৈষম্য বিরাজ করছে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট মহলের পাশাপাশি নারীরা যদি নিজেরা সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে না আসে এবং ভুক্তভোগী নিজেরাই যদি বাল্যবিবাহ করতে অস্বীকৃতি না জানাই সেক্ষেত্রে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করা যাবেনা। তিনি এটিকে সামাজিক ব্যাধি আখ্যায়িত করে মূলধারার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে তুলে ধরতে সাংবাদিকদের আহবান জানান।

পাশাপাশি ইপসার এই মহতি উদ্যোগ কে তিনি সাধুবাদ জানান। জেলা মহিলা ও শিশু অধিদপ্তরের উপ পরিচালক মাধবী বড়ুয়া বলেন বাংলাদেশ সরকার বাল্যবিবাহ বন্ধে ব্যাপকভাবে কাজ করছে।বিভিন্ন ভাবে প্রচারণাও চালিয়ে যাচ্ছে। আইনের সংস্কার সহ যা যা করণীয় করছে। তিনি সাংবাদিকদের দায়িত্বশীল হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে আরো ব্যাপকভাবে এগিয়ে আসতে অনুরোধ করেন।

ওরিয়েন্টেশন এর শুরুতে সাংবাদিকদের চারটি ভাগে বিভক্ত করে গ্রুপ ওয়ার্ক করানো হয়, সাংবাদিকদের পক্ষে গ্রুপ ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাংবাদিক সৈয়দ আবরার, হামিদ উল্ল্যাহ, শারমীন রিমা এবং ইশতিয়াক শান।
ওরিয়েন্টশন পরিচালনা করেন প্রকল্পের জেলা সমন্বয়ক মুহাম্মদ মহিন উদ্দিন।