শরীয়তপুরের চন্দ্রপুরে প্রবাসী কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল
শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার পালং সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ শহিদুল ইসলাম মোল্লার উদ্যোগে ও হাজি গোলাম হায়দার মোল্লা ফাউন্ডেশন এর আয়োজনে আজ সন্ধ্যায় বাহের চন্দ্রপুর মহিসুন্নাহ মাদ্রাসায় মাঠে দোয়া ও ইফতার আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি গোলাম হায়দার মোল্লা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও মালেশিয়া প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজি শহিদুল ইসলাম মোল্লা। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর ইলেকট্রনিক জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ,
শরীয়তপুর-চাঁদপুর পয়েন্টে সেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি হাজি সাংবাদি মাহবুবুর রহমান সহ রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক ইমামগণ, এসময় সমাজ সেবক শহিদুল ইসলাম সকল মাদ্রাসার ছাত্রদের হাতে ঈদ বকশিশ নগদ টাকা তুলে দেন, এছাড়াও পুলিশ,গণমাধ্যম কর্মী,যুবক, আত্মীয়-স্বজন এবং গরিব অসহায়দের মাঝে ঈদের পাঞ্জাবি উপহার দেন।