উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের ইফতার ও দোয়া মাহফিল
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ রাজানগরে উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার (১৮ এপ্রিল) ধামাইরহাট ভি এইড পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সৈয়দ আবুল বশর। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন তালুকদার বাবু, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল,
দক্ষিণ রাজানগর যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল, আওয়ামীলীগ নেতা কাজী আজিজুল হক, ফারুক আলী চৌধুরী, মো. সুমন, কাজী ছকীর মিয়া, নাজিম উদ্দিন নাজু, প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, উত্তর জেলা ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম সাইমন, কাজী শাওয়াল, আবু তাহের প্রমুখ। শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।
ইফতার পরবর্তী উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সৈয়দ আবুল বশরের দেশ আগমন উপলক্ষে উত্তর রাঙ্গুনিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।