গ্রাম পুলিশদের মাঝে এমপি ফারুক চৌধুরীর ঈদ উপহার
সোহানুল হক পারভেজ রাজশাহী : প্রতি বছরের ন্যয় এবারো তানোর ও গোদাগাড়ী থানার সমস্ত গ্রাম পুলিশদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন শাড়ি ও লুঙ্গি উপহার দিয়েছেন রাজশাহী -১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী।
চলতি মাসের ১৮ এপ্রিল গোদাগাড়ী ও তানোর থানায় ভিন্ন দুটি আয়োজনে এমপি ফারুক চৌধুরী পক্ষ থেকে উপহার গুলি বিতরণ করা হয়েছে।
এমপি ফারুক চৌধুরীর পক্ষে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাঈনুল ইসলাম সপন। তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিব সরকার।গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। গোদাগাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক। মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাওসার মাসুম।তানোর উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ।
অন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন,গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম।তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া।
বিভিন্ন ইউপির ওয়ার্ড থেকে আসা গ্রাম পুলিশদের উদ্দেশ্যে এমপি ফারুক চৌধুরীর পক্ষ থেকে আগাম ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অতিথিবৃন্দরা।