ফুলবাড়ীতে সাড়ে ৩৩ হাজার পরিবার পেল ভিজিএফ এর চাল
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ৩৩ হাজার ৫২৪ পরিবারকে,প্রতিটি কার্ডে বিনামুল্যে ১০ কেজি করে,মোট ৩৩৫ দশমিক ২৪ মেট্রিকটন ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে এই চাল বিতরণ উদ্বোধন করেন পৌর সভার মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটন। এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব সৈয়দ মোহাম্মদ আলী মিরু,পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ সকল ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ। এসময় দাবদাহ উপেক্ষা করে শতশত নারী-পুরুষ চাল নিতে উপচেপড়া ভীড় জমায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানাগেছ,
অতি দরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রপ ফিডিং (ভিজিএফ) কর্মসুচির আওতায় উপজেলায় ৩৩ হাজার ৫২৪ পরিবারকে প্রতিটি কার্ডে ১০ কেজি করে ৩৩৫ দশমিক ২৪ মেট্রিকটন ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে পৌর এলাকায় ৪ হাজার ৬২১ পরিবারকে ৪৬ দশমিক ২১ মেট্রিকটন এবং সাতটি ইউনিয়নে পার্যায়ক্রমে ২৮ হাজার ৯০৩ পরিবারের মাঝে ২৮৯ দশমিক ০৩ মেট্রিকটন চাল বিতরণ করা হয়।