ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিশ্বনাথে চাচার হাতে ভাতিজী ধর্ষণের শিকার কিশোরী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, April 30, 2023 - 6:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বাড়ির পুুকর ঘাটে গোসল করতে গিয়ে বাড়ি সম্পর্কীয় চাচা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী।

গত শুক্রবার (২৮ এপ্রিল) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গনাইঘর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফুয়াদ মিয়া (২৩) একই গ্রামের ছমির আলীর ছেলে এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।

এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা (নাম্বার-১৫. তাং-২৯.০৪.২০২৩ইং) দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, ভিকটিম কিশোরী ছামিয়া (ছদ্মনাম) ও অভিযুক্ত ফুয়াদ পাশাপাশি ঘরের বাসিন্দা। তারা বাড়ি সম্পর্কীয় পরস্পর চাচা-ভাতিজি হন।

ঘটনার দিন দুপুরে প্রতিদিনের ন্যায় বাড়ির পুকুরে গোসল করতে যায় ভিকটিম। ওই সময় তাকে পুকুর পাড়ের ঝোপ-জঙ্গলে ডেকে নিয়ে যায় ফুয়াদ মিয়া।

এক পর্যায়ে টানা হেচড়া করিয়া মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে তাকে। এসময় তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ধর্ষক ফুয়াদ।

এ বিষয়ে কথা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই অমিত সিংহ বলেন, ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।