ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পাথরঘাটায় হরিন ধরা ফাঁদসহ আটক ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 10, 2023 - 5:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

মল্লিক মোঃ জামাল. ভ্রাম্যমাণ প্রতিনিধি:বরগুনার পাথরঘাটা উপজেলার পর্যটন কেন্দ্র হরিনঘাটা থেকে হরিন ধরা ফাঁদসহ মনির হোসেন (৩৩) নামে এক জনকে আটক করেছে বন বিভাগ।

আজ বুধবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে হরিনঘাটা বন থেকে আটক করা হয়।

আটককৃতের বাবার নাম নুরুল ইসলাম হাওলাদার। সে পাথরঘাটার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে শশুর বাড়িতে থাকে।

হরিনঘাটা বিটের বিট কর্মকর্তা আল আমিন জানান, হরিনঘাটা বনে হরিন‌ ধরার জন্য ফাঁদ পেতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দুপুর দুইটার দিকে হরিনঘাটা বনে গিয়ে এক বস্তা ফাঁদসহ তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক মনিরের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।