ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 16, 2023 - 9:40 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিদ্যুতের লাইন বর্ধিত করণে মেরামত করতে গিয়ে এনামুল মিয়া (৩০) নামের এক শ্রমিকের (লাইনম্যান) মৃত্যু হয়েছে। তার বাড়ি নেত্রকোনা জেলার চল্লিশা ইউনিয়নের কার্লি গ্রামের মঞ্জুল হকের ছেলে। একই গ্রামের মুহাম্মদ আলীর ছেলে শফিক মিয়া (৩০) নামের অপর এক শ্রমিক (লাইনম্যান) গুরুতর আহত হয়েছে।

সোমবার (১৫মে) সকাল ১১ টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়ের নওধার গ্রামে ৩৩ কে,ভি,এ পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের পিছনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সকালে নেত্রকোনা চল্লিশার পল্লী বিদ্যুৎ ঠিকাদার মমিন মিয়ার দুই শ্রমিক (লাইনম্যান) নওধার গ্রামে বিদ্যুতের লাইন মেরামত করতে যান। লাইন ডাউন দিবার আগেই বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করতে গিয়ে ওই দুই লাইনম্যান বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। সেখান থেকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন। পাশের নেত্রকোনা জেলার চল্লিশা ইউনিয়নের কার্লি গ্রামে তার বাড়ি গ্রামে। আহত শফিক মিয়কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শফিক মিয়ার বাড়ি নেত্রকোনা জেলায় ।

নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির ধর্মপাশা জোনাল অফিসের এজিএম মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।