প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভাঅনুষ্ঠিত
কেরানীগঞ্জ প্রতিনিধ : ঢাকার কেরানীগঞ্জে মডেল থানা কৃষক লীগের উদ্যোগে আজ সকাল এগারোটায় কেরানীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানা কৃষক লীগের সভাপতি ইয়াকুব আলী মিন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এখাতেখার হোসেন দুলু এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন লিটন কালিন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসিবুর রহমান অমিত প্রমুখ।