ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে ৫ বছর পর রাস্তার কাজ সম্পন্ন স্বস্তিতে গ্রামবাসী!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 17, 2023 - 11:22 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

সোহানুল হক পারভেজ, রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন(ইউপির) কাসারদিঘি গ্রামের রাস্তাটি দীর্ঘ ৫ বছর ধরে ডাবলু বিএম করে রাখা হয়েছিল। সেই রাস্তাটি গত বুধবার ও বৃহস্পতিবারে পিচ ঢালায় সম্পন্ন করা হয়েছে। এতে করে গ্রামবাসীর মধ্যে ব্যাপক স্বস্তি বিরাজ করছে। ফলে একের পর এক গ্রামীন রাস্তা পাকা করন হচ্ছে। যার কারণে গ্রামের মানুষের জীবন যাত্রায় এসেছে আমূল পরিবর্তন। সংশ্লিষ্ট সুত্রে গেছে, বিগত ২০১৮ সালের দিকে উপজেলা এলজিইডি অফিসে দরপত্র আহবান করা হয়। দরপত্রে কার্যাদেশ পান এম এন জেড কনস্ট্রাকশন। যার মালিক মাহবুর রহমান। ২০১৮ সালের শেষের দিকে কার্যাদেশটি পান। ওই সময় মাটির রাস্তাটি খননের সময় বৃষ্টি ও পরে মহামারি করোনা ভাইরাসের কারণে কাজটি বন্ধ থাকে। এরপরে রাস্তার কাজের যাবতীয় জিনিসপত্রের দাম প্রচুর হারে বেড়ে যায়। কিন্তু বরাদ্দ বাড়েনি। মুলত এজন্য ঠিকাদার কাজটি রেখে চলে যান। পরে উপজেলা এলজিইডির প্রকৌশলীর কঠোর নির্দেশনার প্রেক্ষিতে কাজ করতে বাধ্য হন ঠিকাদার। ওই গ্রামের বাসিন্দা আবু সাইদ, শাওনসহ একাধিক ব্যক্তিরা জানান, বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে এমপি ফারুক চৌধূরীর প্রতিশ্রুতি উপজেলার মুল ও গ্রামের রাস্তার কোন সমস্যা থাকবে না। সে মোতাবেক আমাদের গ্রামের রাস্তাটি পাকা করন হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ি থেকে বের হওয়া যেত না। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া যায় না। রাস্তাটি পিচ ঢালায় হওয়ার কারণে এসব সমস্যায় আর পড়তে হবে না। শুধু আমাদের গ্রামে না, যে কোন উপজেলার চেয়ে এউপজেলার রাস্তা চকচক করছে। মুল সড়ক গ্রামীন রাস্তা সব জায়গায় এমপির প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন হয়েছে চোখে পড়ার মত। রাস্তার আর কোন সমস্য নেই উপজেলা বাসির। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান জানান, যোগাযোগ ব্যবস্থায় এউপজেলা এখন রোল মডেল। এটা এমপি স্যারের জন্য সম্ভব হয়েছে। কাসারদিঘি গ্রামের ৫০০ মিটার রাস্তার কাজ শেষ হয়েছে। ৫০০ মিটার রাস্তার বিপরীতে ৮ লাখ টাকার মত বরাদ্দ ছিল বলেও জানান তিনি।