দায়িত্বশীল অভিভাবক পেয়েছে শ্রীপুর বাজার
মুরাদ মিয়া, সুনামগঞ্জ : তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের শ্রীপুর বাজারে একজন দায়িত্বশীল অভিভাবক পেয়েছেন বণিক সমিতির ব্যবসায়ী সহ স্থানীয়রা।মোঃ ইমানুর মিয়া,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং শ্রীপুর বাজার বণিক সমিতির বর্তমানে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন।
এ দায়িত্বে শ্রীপুর বাজারের সকল ধরনের সমস্যা সমাধান করে কাজ করবেন বলে আশাবাদী বাজারের বণিক সমিতির,ব্যবসায়ী ও স্হানীয় এলাকার মানুষজন।
তাদের আশা হয়ে দাঁড়িয়েছে বাজারে দির্ঘদীনের অবহেলিত সুবিধা বঞ্চিত ব্যবসায়ীবৃন্দ।মোঃ ইমানুর মিয়ার মতো এ দায়িত্বশীল অভিভাবকের কাছ থেকে বাজারের সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন বলে আশাবাদী তারা।
উল্লেখ্য: বিষয় ব্যবসায়ীদের জরুরীভাবে শ্রীপুর বাজারে ড্রেনেজ ব্যবস্থা ও সুনির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ডাস্টবিন প্রয়োজন।এবিষয়ে বক্তব্য জানতে চাইলে,বণিক সমিতির বাজার সভাপতি ইমানুর মিয়া,জানান।আমি দ্রুত ভাবে বাজারের এ ড্রেনেজ সমস্যা সমাধান ও উন্মুক্ত স্থানে ডাস্টবিন ব্যবস্থার স্থান নিয়ে শ্রীপুর বাজার বণিক সমিতির সকল ব্যবসায়ীবৃন্দ কে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিবো।
জুয়া,মাদক,বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি দায়িত্ব পাওয়ার পর থেকে শ্রীপুর বাজার থেকে স্হানীয় যুবসমাজ,ব্যবসায়ীদের সহযোগিতায় ডাব্বা-জুয়াখেলা,মাদকসহ থানা পুলিশের জুড়ালো উদ্যোগ ও অভিযানে জুয়া-মাদক বন্ধ করতে সক্ষম হতে পেরেছি।আমি আরও আশা রাখছি বাজারের সকল বণিক সমিতির ব্যবসায়ীবৃন্দ যদি আমার পাশে থেকে আমাকে সর্বত্র সহযোগিতা করেন।তাহলে বাজারের সকল ধরনের সমস্যাসহ জুয়া-মাদক,মুক্ত এলাকা গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ।