কবি বিচিত্র কুমার এর কয়েকটি ছড়া, চিরদিনের সাথী
মায়ের হাসি
-বিচিত্র কুমার
মায়ের হাসি বিশ্বসেরা
জানে জগৎ বাসী,
মিটিমিটি তারার মতো
জ্বলে রাশি রাশি।
কত মধুর কত মায়ার
বট বৃক্ষের হাসি,
ফুলের মতো হৃদয় তার
আমি ভালোবাসি।
(০৭)
মা মানে
-বিচিত্র কুমার
মা মানে বটবৃক্ষের শীতল ছায়া
মা মানে সৃজনকারিণীর মায়া।
মা মানে স্নেহ মায়ার নদী
মা মানে নিঃস্বার্থ এক ব্রতী।
মা মানে একমাত্র পূজারী
মা মানে সকল ক্ষেত্রের দিশারী।
মা মানে এক জন্মদাত্রী নারী
মা মানে সবার ঈশ্বরী।
মা মানে সর্বত্রে প্রার্থনা
মা মানে হাজার পাপের মার্জনা ।
মা মানে যেনো সরস্বতী
মা মানে স্বর্গলোকের দেবী ।