ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে বিএনপি কর্তৃক আওয়ামী লীগ অফিস হামলাও ভাঙচুর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 27, 2023 - 4:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 116 বার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জ বিএনপি কর্তৃক আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর এর প্রতিবাদে আজ বিকেল পাঁচটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ইমামুন,
জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকের হোসেন সাকু, আগানগর জাহাঙ্গীর শাহ খুশি, শুভঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন, জিনজিদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাক হোসেন, শুভঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাসের প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন যেখানেই নিপুন রায় সেখানেই ভাঙচুরও অগ্নিসংযোগ নিপুন রায় সহ বিএনপি’র কোন নেতাকর্মীকে কেরানীগঞ্জের মাটিতে আর সমাবেশ করতে দেওয়া হবে না। অনুষ্ঠান শেষে জিনজিরা আওয়ামী লীগের পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় কদমতলী গোল চত্বর হয়ে চুল কুটিয়া এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের প্রধান কার্যালয় সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।