ফুলবাড়ীতে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস ও মৎস উপকরণ বিতরণ
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ চায়না দুয়ারী ৪শ মিটার জাল জ্বব্দ করে ধ্বংস করা সহ মৎস উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (২৮মে) সকাল ১১টায় উপজেলা চত্বরে মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী,উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার।
পরে সেখানে রাজস্ব খাতের আওতায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একজন মৎস চাষী মোহিদুল ইসলাম কে মৎস প্রদর্শনীর অংশ হিসেবে সাড়ে ৭হাজার দেশি সিং মাছের পোনা এবং ৫ বস্তা মাছের খাবার বিনামুল্যে বিতরন করা হয়।
এর আগে সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের বড়বন্দর এলাকায় অভিযান চালিয়ে ছোটো যমুনা নদী থেকে ১৩০মিটার করে প্রায় ৪শ মিটার অবৈধ চায়না দুয়ারী তিনটি জাল জব্দ করা হয়,যার আনুমানিক মুল্য ৩০হাজার টাকা। যা ধ্বংস করা হয়েছে।