ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জোড়া খুনের আসামি ইয়াবা সম্রাট বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার ভাইসহ জেল হাজতে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 29, 2023 - 11:37 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 88 বার

বিশেষ প্রতিনিধি ঃ শরীয়তপুর,মাদারীপুর ও বরিশাল মুলাদী থানার আশে-পাশে এলাকার মাদক ব্যবসায়ী ভাড়াটে শীর্ষ সন্ত্রাসী র্যাবের হাতে একাধিকবার গ্রেফতারকৃত ইয়াবা সম্রাট বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও তার ভাই মশিউর রহমান সহ ৩৫ জনকে জেল হাজারতে প্রেরণ করেন বরিশাল গুম,খুন,নারী ও শিশু নির্যাতন বরিশাল জেলা জজ আদালতে বিচারক।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল জেলার মুলাদী থানাধীন সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের দাদন হাওলাদারের ছেলে কাজল হাওলাদার ও ইয়াকুব হালদারের নেতৃত্বে মাদারীপুর জেলার কালকিনি থানার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (সুমন) ও তার ভাই মশিউর রহমান দেশীয় অস্ত্রের সজ্জিত হয়ে ৬০ থেকে ৭০ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে মুলাদী থানাধীন উত্তর বালিয়াতলী গ্রামে

বোমা মেরে আতঙ্ক করে লুটপাট চালালে স্থানীয় বাসিন্দা মৃত জলিল কবিরাজের ছেলে আলমগীর কবিরাজ হেলাল ব্যাপারী কামাল বেপারী এগিয়ে আসলে তাদের তুলে নিয়ে কুপিয়ে হাত পা কেটে মালামাল লুট করে নিয়ে যায়। পরে সৌরভ কবিরাজ, ঝুমুর বেগম,সাইফুল কবিরাজ মিন্টু হাওলাদারের সহযোগিতায় তাদের বরিশাল মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলমগীর কবিরাজ ও হেলাল বেপারীকে মৃত্যু বলে ঘোষণা করেন।

এ ঘটনায় মৃত আলমগীর কবিরাজ এর স্ত্রী রাবেয়া বেগম ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০জনকে আসামি করে, মুলাদী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার নং ১০ জি আর ৫৭ /২০২৩। উক্ত মামলায় বরিশাল জেলা জজ আদালতে কালকিনি মাদারীপুর জেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সহ ৩৫ জন জামিন চাইলে মহামান্য আদালত জামিন নামঞ্জুর করে সবাইকে জেল হাজতে প্রেরণ করেন।আদালতের এই আদেশকে রাষ্ট্রপক্ষ আইনজীবী ও বাদী ন্যায়বিচার পাওয়ার আশা ব্যক্ত করেন। বাদী রাবেয়া বেগম বলেন, আদালত হত্যাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ দিলে সমাজ সন্ত্রাসীদের থেকে মুক্ত হবে ।