ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলমকে প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 29, 2023 - 11:32 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলমেকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র – ছাত্রী পরিষদ। সোমবার (২৯মে) সকালে বিদ্যালয়ের হল রুমে এই সংবর্ধানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও এদিন বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অভিভাবক সমাবেশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুর রহমান তালুকদার। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তি সাধন বড়ুয়। সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী শিক্ষক জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার রায়, সুনীল কান্তি দেওয়ানর্জি। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার দেওয়ানজি।

শিক্ষক মো. আসিফ উদ্দিন ও শিক্ষিকা লিপি বড়ুয়া’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ আলী আহমেদ, অধ্যাপক দানু মিয়া তালুকদার, সহ সভাপতি মাওলানা আহমদুর উল্লাহ, ব্যাংকার এসএম ইদ্রিস, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. নাছের, ভবতোষ বড়ুয়া, সঞ্জিত কুমার শীল, বদিউল আলম আজিজ, প্রাক্তন সদস্য অমিয়তোষ বড়ুয়া, এম আনোয়ার, শিক্ষক ফরিদ আহমেদ, নেজাম উদ্দীন, চিকিৎসক জামাল উদ্দিন, মো. জিয়া উদ্দিন, মো. জামাল উদ্দিন প্রমুখ।

প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ডা: রফিক বিন সালাম ও ইঞ্জিনিয়ার আবু বক্কর। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক অনেন্দু বিকাশ বড়ুয়া, মো. আলম, মো. হাসান, নো. সাবের, মো. তারেক, মো. রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. রফিক প্রমুখ।