কেরানীগঞ্জে বিদেশ ফেরত প্রবাসীদের একত্রিতকরণ বিষয়ে ব্র্যাকের কর্মশালা
কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে বিদেশ ফেরত প্রবাসীদের একত্রীকরণ বিষয়ে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের আয়োজনে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে আজ মঙ্গলবার সকালে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম। ব্র্যাক কর্মকর্তা আফফানার সঞ্চালনায় এই কর্মশালায় আরো বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, এলাকা ব্যবস্থাপক রতন কুমার দাস ও কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন প্রমূখ।